সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ০৭:৩২ অপরাহ্ণ
শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার(২৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমার সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

 

আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল আহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক এ এল এম নজরুল ইসলাম ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ৷

 

এসময় কাড়ারাই গ্রাম প্রকল্পের সভাপতি হাবিবুর রহমান, নোয়াগাঁও গ্রাম প্রকল্পের সভাপতি রেবা রানী, পাগলা বাজার গ্রাম প্রকল্পের সভাপতি মকবুল হোসেন, ইনামনগর গ্রাম প্রকল্পের সভাপতি নিখিল দে, ফতেপুর গ্রাম প্রকল্পের সভাপতি স্বপ্না, ছয়হারা গ্রাম প্রকল্পের সভাপতি আব্দুল সোবহান, জামলাবাজ গ্রাম প্রকল্পের সভাপতি জুয়েল মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন