
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা::সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ বলেছেন মরহুম
দিলদার হোসেন সেলিম এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা ছিলেন। তিনি এমপি থাকা অবস্থায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় স্কুল কলেজ মাদ্রাসায় যে উন্নয়ন হয়েছে তা আর কোন সরকার করেনি।
তিনি গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরবর্তী আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন বিএনপি ক্ষমতা থাকাকালীন অবস্থায় এই তিন উপজেলায় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ড্রেইন নির্মাণ সহ তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। গত ১৭ বছর এই তিন উপজেলার মানুষ উন্নয় বঞ্চিত হয়েছে। ইনশাল্লাহ দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে সিলট ৪ আসনটি বিএনপিকে উপহার দেবো। তবে দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো। আমি এমপি নির্বাচিত হলে। সর্বপ্রথম শিক্ষার উন্নয়নে কাজ করব। এই অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিব। দেশের মধ্যে এই আসনটি উন্নয়নের রোল মডেল হবে বলে হিসেবে গড়ে তলব।
মধ্য জাফলং ৪নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা খুরশেদ আলমের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আমিনুর রহমানের সঞ্চালনায়।
এসময়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব কামাল উদ্দিন,পূর্ব জাফলং বিএনপির সাবেক সভাপতি মুকাদ্দস আলী, বিএনপি নেতা নজরুল ইসলাম মাস্টার, মধ্য জাফলং বিএনপির সহ-সভাপতি শাহজাহান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিম আকরাম এবং জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ প্রমূখ।