
ডেস্ক নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট মহানগরের অধীনস্থ সরকারি মুরারিচাঁদ কলেজ (এম সি কলেজ) ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত (২০ আগস্ট) মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত ১৮১ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে গোয়াইনঘাট উপজেলার কৃতিত্ব সন্তান সেলিম উদ্দিন কে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এর আগে এই ছাত্রনেতা গোয়াইনঘাট উপজেলা ৬ নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক দায়িত্ব পালন করেছেন।
নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন দায়িত্বপ্রাপ্ত হয়ে গণমাধ্যমকে বলেন,দায়িত্ব পেয়ে আমি গর্বিত। সিলেট মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি গণতন্ত্র ও অধিকার আদায়ের অগ্রভাগের সৈনিক দল। এমসি কলেজ ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে আমি সবসময় পাশে থাকব।”