
জৈন্তাপুর ( সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের সীমান্ত এলাকায় একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সংগ্রাম, বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা লাফার্জ ও ডিবিরহাওর বিওপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়: অভিযানে ভারতীয় মেহেদী, সুপারী, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার, মোটরসাইকেল এবং বারকী নৌকা জব্দ করা হয়। এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাভেরী মেহেদী, কিটক্যাট চকলেট, অবৈধ মালামাল বহনকারী ডিআই পিকআপ, ডাম্পার ও টাটা ট্রাক আটক করে।
বিজিবির তথ্যমতে, পরিচালিত এসব অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার ৫৩০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফট্যানান্ট কর্ণেল নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় সফলভাবে এ সকল চোরাচালানী মালামাল আটক করা সম্ভব হয়েছে।
আটককৃত মালামাল সমূহের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Channel Jainta News 24 





















