ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১১ পড়া হয়েছে
১৬

অনলাইন ডেস্ক:: সাড়ে পাঁচ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তুরস্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

 

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।

 

মাহমুদুর রহমানকে বরণ করে নিতে বিমানবন্দরের বাইরে জড়ো হন শিক্ষার্থীসহ প্রায় এক হাজার মানুষ। বিমানবন্দর থেকে বেরিয়ে মাহমুদুর রহমান কনভার্টিবল গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান।

 

সমাবেশে মাহমুদুর রহমান বলেন, ‘একসময় বাংলাদেশের তরুণরা চে গুয়েভারাকে বিপ্লবের প্রতীক মনে করত; এখন তারা আবু সাঈদকে তাদের আদর্শ হিসেবে দেখে।’

 

আমার দেশ সম্পাদক বলেন, তিনি গত ১৬ বছর ধরে নিজের মতো করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন।

 

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের মতো রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে লড়াই করেছে। আর আমি আমার দেশ পরিবারের সঙ্গে থেকে লড়াই করেছি। আমার লড়াই বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক লড়াই।’

 

আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহিদ চৌধুরী বলেন, মাহমুদুর রহমানের মা অত্যন্ত অসুস্থ থাকায় তিনি দেশে ফিরেছেন।

 

তিনি বলেন, বিভিন্ন সংবাদ প্রকাশ করায় মাহমুদুর রহমান আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন। তার বিরুদ্ধে ১২৪ টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল এবং একটি মামলায় তাকে এবং তার স্ত্রীকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

 

মিথ্যা অভিযোগে পুলিশি নির্যাতনও সহ্য করেছেন। ২০১০ সালের জুন মাসে এবং ২০১৩ সালের এপ্রিলে তাকে আবার গ্রেপ্তার করা হয়। আর সেসময়ই সরকার আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়। গ্রেপ্তারের পর রিমান্ডে তাকে নির্যাতন করা হয় বলে জানা গেছে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

দেশে ফিরলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

প্রকাশিত: ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
১৬

অনলাইন ডেস্ক:: সাড়ে পাঁচ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তুরস্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

 

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।

 

মাহমুদুর রহমানকে বরণ করে নিতে বিমানবন্দরের বাইরে জড়ো হন শিক্ষার্থীসহ প্রায় এক হাজার মানুষ। বিমানবন্দর থেকে বেরিয়ে মাহমুদুর রহমান কনভার্টিবল গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান।

 

সমাবেশে মাহমুদুর রহমান বলেন, ‘একসময় বাংলাদেশের তরুণরা চে গুয়েভারাকে বিপ্লবের প্রতীক মনে করত; এখন তারা আবু সাঈদকে তাদের আদর্শ হিসেবে দেখে।’

 

আমার দেশ সম্পাদক বলেন, তিনি গত ১৬ বছর ধরে নিজের মতো করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন।

 

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের মতো রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে লড়াই করেছে। আর আমি আমার দেশ পরিবারের সঙ্গে থেকে লড়াই করেছি। আমার লড়াই বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক লড়াই।’

 

আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহিদ চৌধুরী বলেন, মাহমুদুর রহমানের মা অত্যন্ত অসুস্থ থাকায় তিনি দেশে ফিরেছেন।

 

তিনি বলেন, বিভিন্ন সংবাদ প্রকাশ করায় মাহমুদুর রহমান আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন। তার বিরুদ্ধে ১২৪ টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল এবং একটি মামলায় তাকে এবং তার স্ত্রীকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

 

মিথ্যা অভিযোগে পুলিশি নির্যাতনও সহ্য করেছেন। ২০১০ সালের জুন মাসে এবং ২০১৩ সালের এপ্রিলে তাকে আবার গ্রেপ্তার করা হয়। আর সেসময়ই সরকার আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়। গ্রেপ্তারের পর রিমান্ডে তাকে নির্যাতন করা হয় বলে জানা গেছে।