সিলেট ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ণ
গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

গোয়াইনঘাট প্রতিনিধি ::

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে কর্মসূচিতে অংশ গ্রহণ করে কয়েক শতাধিক নেতাকর্মী।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমদ হুমায়ুন জামাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাহাব উদ্দিন শিহাবের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, বিশেষ অথিতি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিম, যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা দিপু।

 

এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, তরিকুল ইসলাম, মিনহাজ উদ্দিন, হাবিব আহমদ, সদস্য জাহাঙ্গীর হোসেন, ফয়ছল আহমদ, কামাল আহমদ, সোহেল আহমদ সহ ৫নং পুর্ব আলীর গাঁও ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হাসান আহমদ রাজু, জালাল উদ্দীন, পশ্চিম আলির গাঁও ইউনিয়নের আহ্বায়ক বিলাল উদ্দিন, সদস্য সচিব দুলাল আহমদ, ডৌবাড়ি ইউনিয়নের সদস্য সচিব লিমন আহমদ, ৪নং লেংগুড়া ইউনিয়নের আহ্বায়ক এবাদুর রহমান, সদস্য সচিব রহিম উদ্দিন, ১২নং সদর ইউনিয়নের আহ্বায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব জাম্বিয়া আহমদ, ফতেপুর ইউনিয়নের আহ্বায়ক ডালিম আহমদ, সদস্য সচিব রিয়াজ উদ্দিন, নন্দির গাঁও ইউনিয়নের আহ্বায়ক আলী আকবর, সদস্য সচিব সাদী, তোয়াকুল ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আব্দুল মতিন, পুর্ব জাফলং ইউনিয়নের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব আহমদ হোসেন, মধ্য জাফলং ইউনিয়নের আহ্বায়ক লিয়াকত হোসেন, সদস্য সচিব আলাল আহমদ, পুর্ব জাফলং ইউনিয়নের আহ্বায়ক সোহেল আহমদ, সদস্য সচিব সেলিম ইকবাল তানিম, রুস্তমপুর ইউনিয়নের আহ্বায়ক সুমন আহমদ, সদস্য সচিব জুবেল আহমদ সহ কয়েক শতাধিক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন