
দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুপুর ১২ টার দিকে দিরাই পৌরশহরের থানা রোডের উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে র্যালি বের হয়ে দিরাই পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা করেন তারা । উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী’র সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিব মিয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছিলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া আহমেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সৈদুর রহমান তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তানজির আহমেদ বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জুনায়েদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সুজন চৌধুরী মুসা, বদরুজ্জামান, সাহিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কবির হোসেন, মশিউর রহমান, তোফায়েল আহমেদ ডিপজল ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর আহমেদ, ছাত্রদল নেতা দিদার রহমান ও মিনহাজ প্রমুখ।
বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে এই সংগঠন জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সভা শেষে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ফলজ বৃক্ষের চারা রোপন হয়।