সিলেট ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ণ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি:: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে “পর্যটন শান্তির সোপান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি পর্যটন কেন্দ্রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাফলং ট্যুরিস্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘের কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, জাফলং হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু বখ্ত, পূর্ব জাফলং বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা।স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের আহবায়ক মিনহাজ উদ্দিন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, গোয়াইনঘাট থানার এস আই ফখরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের এস আই বিশ্বজিৎ, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি এম এ রাজ্জাক, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, জাফলং সংগ্রাম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, জাফলং ট্যুরিস্ট গাইড ও ষ্টুডিও মালিক সমিতির সভাপতি মাহমুদ হাসান মজনু, জাফলং ট্যুরিস্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘের সভাপতি মো: বাছির উদ্দিন, জাফলং পর্যটন ইঞ্জিন নৌকা চালক যুব সংঘের সভাপতি নওয়াব আলী, জাফলং ফটোগ্রাফার সমিতির সভাপতি সাজু মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘের সভাপতি আমির মিয়াসহ জাফলং পর্যটন সংশ্লিষ্টরা। সভায় পর্যটন খাতকে ভবিষ্যতে এগিয়ে নিতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে। পর্যটনে বিনিয়োগের পাশাপাশি পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। পর্যটনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমূর্তি তৈরিতে এই শিল্পের ভূমিকা অনেক। তাই এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন