সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেট বক্ষব্যাধি হাসপাতালে পরিচ্ছন্নকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ
সিলেট বক্ষব্যাধি হাসপাতালে পরিচ্ছন্নকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেট বক্ষব্যাধি হাসপাতালের পরিচ্ছন্নকর্মী রাহেলা খাতুন অবসরজনিত কারণে সোমবার  ( ১৮ আগস্ট) দুপুরে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, একজন কর্মচারীকে আমাদের মূল্যায়ন করতে হবে। তবে তাকে কাজে মনোযোগী হতে হবে। তখন চাকুরীর বিদায় বেলায় মূল্যায়ন পাওয়া যায়। যেমন আমাদের বক্ষব্যাধি হাসপাতালের পরিচ্ছন্নকর্মী রাহেলা খাতুন অবসরজনিত কারণে তাহার কাজের মূল্যায়ন করা হয়েছে। তাহাকে উক্ত প্রতিষ্ঠান বিদায় সংবর্ধনা জানিয়ে সবাইকে উৎসাহ করা হয়েছে।

পাশাপাশি আমাদের স্বাস্থ্যখাত আরও গতিশীল করে তুলতে হাসপাতালের রোগীদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। ডাঃ শান্তনু দত্ত এর পরিচালনায় প্রধান অতিথি সিলেট সিভিল সার্জন অফিসার ডাঃ মো নাছির উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ এহসানুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা সিলেট সহকারি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত বলেন, উক্ত অনুষ্ঠান আমাদের মিলেমিশে কাজ করার উৎসাহ প্রেরণা জাগায়। সেক্ষেত্রে সবার সুদৃষ্টি রাখার আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ ফাতেমা ইয়াছমিন, সিনিয়র কনসালটেন্ট (ভারপ্রাপ্ত) সিলেট বক্ষব্যাধি হাসপাতাল ও ডাঃ শেখ কবির আহমদ, সিলেট বক্ষব্যাধি হাসপাতাল জুনিয়র কনসালটেন্ট।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা জামান খান, সন্তোষ সিন্হা, দিলদার হোসেন, সুরভী সিন্হা, নিলিমা হোসাইন, মোঃ নেছার আহমদ, দিলীপ সরকার, নজরুল ইসলাম, স্বপ্না, তাপস দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন