সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সারীঘাটে বেদে পল্লীতে ধর্মীয় শিক্ষা কার্যক্রম: সর্ব মহলে প্রশংসনীয়

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ণ
সারীঘাটে বেদে পল্লীতে ধর্মীয় শিক্ষা কার্যক্রম: সর্ব মহলে প্রশংসনীয়

শিক্ষা মানুষের জীবনের আলো। জ্ঞান ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। বিশেষত ধর্মীয় শিক্ষা মানুষের অন্তরকে শুদ্ধ করে, সৎপথে জীবন  পরিচালিত করে এবং আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে নিয়ে যায়।

 

জৈন্তাপুর উপজেলার সারীঘাট নদীর তীরে  বেদে পল্লীর বাচ্চাদের জন্য স্থানীয় ফাহাদ সিদ্দিকী ও আব্দুল ওয়াদুদ সাফি’র  উদ্যোগে এক ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। সেখানে ছোট ছোট শিশুরা ধর্মীয় শিক্ষার তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। বাচ্চাদের মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জনের যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, তা সত্যিই আনন্দদায়ক ও আশাব্যঞ্জক।

একসময়ের অবহেলিত এ সমাজের শিশুরা যদি শিক্ষার আলোয় আলোকিত হয়, তবে তারা নিজেদের জীবন যেমন সুন্দরভাবে গড়ে তুলতে পারবে, তেমনি সমাজকেও উপকৃত করবে।

 

এখানে সবচেয়ে প্রশংসনীয় দিক হলো, দুইজন ইসলামি শিক্ষাবিদ, ফাহাদ সিদ্দিকী ও আব্দুল ওয়াদুদ সাফিঃ- আন্তরিকভাবে এই শিশুদেরকে শিক্ষাদান করছেন। তাঁদের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও স্নেহশীলতা বাচ্চাদের মনে শিক্ষার প্রতি ভালোবাসা সৃষ্টি করছে।  এর মাধ্যমে ভবিষ্যতে এই শিশুরা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শবান নাগরিক হয়ে উঠবে, এটাই প্রত্যাশা।

 

ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু নামাজ, রোজা, হালাল-হারাম শেখায় না, বরং তাকে সততা, দায়িত্ববোধ, পরোপকারিতা ও মানবতার শিক্ষা দেয়। তাই এই শিক্ষা কার্যক্রম সারীঘাট বেদে পল্লীর শিশুদের জীবনধারায় এক নতুন সূচনা এনে দিয়েছে। সমাজের প্রতিটি শিশুই যদি এইভাবে শিক্ষা গ্রহণে সুযোগ পায়, তবে একটি সুশিক্ষিত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠতে কোনো বাধাই থাকবে না।

,তাদের এই এই উদ্যোগ সর্ব মহলে প্রশংসনীয় হয়ে উঠছে।  সারীঘাট বেদে পল্লীর এই ধর্মীয় শিক্ষা কার্যক্রম শুধু শিশুদের নয়, পুরো সমাজের জন্যই এক আলোকবর্তিকা হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন