
স্টাফ রিপোর্টার: ::সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা হতে লুট হওয়া পাথরের সন্ধান মিললো জৈন্তাপুর উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে এই পাথরের সন্ধানের খবরে তাৎক্ষণিক টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ৫০০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ই আগষ্ট) বিকেল ৫:টায় জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত বাগেরখাল এলাকায় অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।
এ সময় অভিযানে সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিট হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর টিম ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযানে অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, পাথর গুলো ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হয়ে ধোপাগুল এলাকায় কোন এক ক্রাশার মিলে মজুদ করে রাখা ছিলো। পরবর্তীতে সম্প্রতি সময়ে লুট হওয়া পাথর উদ্ধার অভিযান থেকে রক্ষা পেতে দু-তিনদিন আগে জৈন্তাপুর বাগেরখাল এলাকায় এনে রাখা হয়েছে।
তিনি বলেন পাথর মজুদের খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দকৃত এই ৫০০০ ঘনফুট পাথর ভোলাগঞ্জে পুনরায় নদী ফেলার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।
Channel Jainta News 24 





















