
সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী এলাকায় সীমান্তবর্তী অঞ্চল থেকে চারটি ভারতীয় বাছুর গরু আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল গুয়াবাড়ী বিওপির দায়িত্বাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় বাছুর গরু আটক করা হয়। আটককৃত গরুর সিজারমূল্য আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Channel Jainta News 24 





















