ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে অপপ্রচার ও কথিত মানববন্ধনের প্রতিবাদে সাদিক হোসেন এপলুর সংবাদ সম্মেলন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৩:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
  • ১৩ পড়া হয়েছে
২২

বিয়ানীবাজারে অপপ্রচার ও কথিত মানববন্ধনের প্রতিবাদে সাদিক হোসেন এপলুর সংবাদ সম্মেলন বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ উত্তর পাড়িয়া বহর গ্রামের বাসিন্দা সাদিক হোসেন এপলু সম্প্রতি একটি তথাকথিত মানববন্ধনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে পাঠ করে তিনি দাবি করেন, তাঁর ও তাঁর পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে এই মানববন্ধন সাজানো হয়েছে এবং এতে মিথ্যা অভিযোগের আশ্রয় নেওয়া হয়েছে।

 

সাদিক হোসেন জানান, তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তাঁর পরিবার বৃটিশ আমল থেকে শিক্ষা, সামাজিক মর্যাদা ও উন্নয়নের ক্ষেত্রে সুনাম অর্জন করে এসেছে। তিনি নিজেও একজন শিক্ষিত, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি হিসেবে দীর্ঘদিন যাবৎ এলাকায় কাজ করে আসছেন।

তিনি বলেন, সম্প্রতি তাঁর পারিবারিক মালিকানাধীন একটি রাস্তা নিয়ে

পার্শ্ববর্তী কাইয়ুম আহমদ গংয়ের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়। এনিয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। কিন্তু মামলার পর কাইয়ুম গং মিথ্যা অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের

মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকেন।

 

তিনি আরও জানান, ‘চাঁদা না দেওয়ায় মামলা’ শিরোনামে কয়েকটি অনলাইন ও

প্রিন্ট মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। এমনকি পরবর্তীতে পত্রিকার সম্পাদকরা বিষয়টি মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে স্বীকার করে তা প্রত্যাহার করে নেন।

 

এরপরও, ২৬ জুলাই ২০২৫ তারিখে কাইয়ুম গং ও তাদের সমর্থিত কিছু ভাড়া করা

লোকজন তাঁর বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন। সাদিক হোসেন অভিযোগ করেন,

মানববন্ধনে তাঁকে “চাঁদাবাজ, মামলাবাজ, ভূমিখেকো” ইত্যাদি অপবাদ দিয়ে

ব্যক্তিগত ও পারিবারিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

 

তিনি বলেন, “এই মানববন্ধন পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সামাজিক অবস্থানকে ধ্বংস করার জন্য পরিচালিত হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের নিকট অনুরোধ করছি দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করা হোক।”

 

এছাড়াও তিনি জীবনের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে বলেন, “আমি ও আমার

পরিবার বর্তমানে প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছি। এমনকি আমি আমার বাগানবাড়ি ও পারিবারিক কবরস্থানেও যেতে পারছি না।”সাদিক হোসেন এপলু সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও মিডিয়ার প্রতি

সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মামুন রশিদ মামুন,বাঁধন সাহিত্য দর্পণ পরিষদের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক ও ছড়াকার সাজ্জাদুর রহমান সাজু,কবি কামাল আহমদ।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

Follow for More!

বিয়ানীবাজারে অপপ্রচার ও কথিত মানববন্ধনের প্রতিবাদে সাদিক হোসেন এপলুর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৩:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
২২

বিয়ানীবাজারে অপপ্রচার ও কথিত মানববন্ধনের প্রতিবাদে সাদিক হোসেন এপলুর সংবাদ সম্মেলন বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ উত্তর পাড়িয়া বহর গ্রামের বাসিন্দা সাদিক হোসেন এপলু সম্প্রতি একটি তথাকথিত মানববন্ধনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে পাঠ করে তিনি দাবি করেন, তাঁর ও তাঁর পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে এই মানববন্ধন সাজানো হয়েছে এবং এতে মিথ্যা অভিযোগের আশ্রয় নেওয়া হয়েছে।

 

সাদিক হোসেন জানান, তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তাঁর পরিবার বৃটিশ আমল থেকে শিক্ষা, সামাজিক মর্যাদা ও উন্নয়নের ক্ষেত্রে সুনাম অর্জন করে এসেছে। তিনি নিজেও একজন শিক্ষিত, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি হিসেবে দীর্ঘদিন যাবৎ এলাকায় কাজ করে আসছেন।

তিনি বলেন, সম্প্রতি তাঁর পারিবারিক মালিকানাধীন একটি রাস্তা নিয়ে

পার্শ্ববর্তী কাইয়ুম আহমদ গংয়ের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়। এনিয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। কিন্তু মামলার পর কাইয়ুম গং মিথ্যা অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের

মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকেন।

 

তিনি আরও জানান, ‘চাঁদা না দেওয়ায় মামলা’ শিরোনামে কয়েকটি অনলাইন ও

প্রিন্ট মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। এমনকি পরবর্তীতে পত্রিকার সম্পাদকরা বিষয়টি মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে স্বীকার করে তা প্রত্যাহার করে নেন।

 

এরপরও, ২৬ জুলাই ২০২৫ তারিখে কাইয়ুম গং ও তাদের সমর্থিত কিছু ভাড়া করা

লোকজন তাঁর বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন। সাদিক হোসেন অভিযোগ করেন,

মানববন্ধনে তাঁকে “চাঁদাবাজ, মামলাবাজ, ভূমিখেকো” ইত্যাদি অপবাদ দিয়ে

ব্যক্তিগত ও পারিবারিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

 

তিনি বলেন, “এই মানববন্ধন পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সামাজিক অবস্থানকে ধ্বংস করার জন্য পরিচালিত হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের নিকট অনুরোধ করছি দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করা হোক।”

 

এছাড়াও তিনি জীবনের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে বলেন, “আমি ও আমার

পরিবার বর্তমানে প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছি। এমনকি আমি আমার বাগানবাড়ি ও পারিবারিক কবরস্থানেও যেতে পারছি না।”সাদিক হোসেন এপলু সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও মিডিয়ার প্রতি

সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মামুন রশিদ মামুন,বাঁধন সাহিত্য দর্পণ পরিষদের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক ও ছড়াকার সাজ্জাদুর রহমান সাজু,কবি কামাল আহমদ।