সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে শিশু পার্ক উদ্বোধন 

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
তাহিরপুরে শিশু পার্ক উদ্বোধন 

তাহিরপুর প্রতিনিধি :

দৃষ্টিনন্দন  শিশু পার্ক পেয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাবাসী। বুধবার বিকালে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে পার্ক আঙ্গিনায় বৃক্ষ রোপন করেন তিনি।

 

তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ও শনি হাওর তীরবর্তী তাহিরপুর শিশু পার্ক এর অবস্থান।

 

শিশু পার্ক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, বিএনপি নেতা ভাস্কর রায়, ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম, উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।

 

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত পার্কে রয়েছে ডাইনো পার্ক, বাউন্সি ক্যাসল, পুল ক্যাসল, স্লাইড এন্ড ক্লাইম্বার, মিনি ট্রেন, দোলনা, মাল্টিপে সিস্টেম, প্রজাপতি চত্বর ও পার্ক বেঞ্চসহ বিভিন্ন খেলনা উপকরণ।

##

সংবাদটি শেয়ার করুন