
ডেস্ক নিউজ ::
সিলেটে সংবাদপত্রের দেড়শ বছরের পথচলায় যুক্ত হওয়া নতুন দৈনিক সুরমা মেইল-এর উদ্বোধনী সংখ্যার প্রকাশনা উপলক্ষে রোববার (১০ আগস্ট ২০২৫) সিলেট প্রেসক্লাবে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়াপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেটের সংবাদপত্র ও সাংবাদিকতার দীর্ঘ ইতিহাস গৌরবময়। সেই ইতিহাসেরই অংশ হিসেবে আজ যাত্রা শুরু করলো দৈনিক সুরমা মেইল। আমরা আশাকরি সুরমা মেইল সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের পথে হেঁটে হেঁটে তাঁরাও নতুন ইতিহাস রচনা করবে।
প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক সেলিম আউয়ালের সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক আব্দুল মুহিত দিদারের পরিচালনায় সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র প্রফেসর ড. জিএম রবিউল ইসলাম, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, সাংবাদিক ও কলামিস্ট আফতাব আহমদ চৌধুরী।
দোয়ার পূর্বে বক্তব্যকালে যুক্তরাজ্যের বিশিষ্ট ইসলামি স্কলার, কবি-বাচিকশিল্পী শায়খ আবু সাঈদ আনসারী বলেন, আমাদেরকে সকল ক্ষেত্রে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার প্রচেষ্টা চালাতে হবে। আমরা আশা করবো দৈনিক সুরমা মেইল সত্যের পক্ষে অবিচল থাকবে।
শিশু উবাই বিন সাঈদ আল আনসারীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর চৌধুরী মামুন আকবর, ব্যারিস্টার দেওয়ান মাহদি, দৈনিক উত্তরপূর্ব’র সাব এডিটর ও অনলাইন নিউজ পোর্টাল আজকেরসংবাদ২৪.কম-এর সম্পাদক মো. ফয়জুল হক, রেডিও এক্টিভিস্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান দিদারুল ইকবাল (ঝ২১উঅখ), কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি ও সাংবাদিক মুহিত চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসাইন, এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি, সমাজসেবী আনহার সিকদার, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, প্রবাসী শিক্ষক লুৎফা আনসারী, শিক্ষক নেতা নুহেল আহমদ চৌধুরী, এনজিও কর্মকর্তা শামিম আহসান চৌধুরী, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, ছড়াকার নাজমুল ইসলাম খছরু, সাংবাদিক শেখ আবদুল মজিদ, সাংবাদিক সালমান আহমদ চৌধুরী, কবি সাজন আহমদ সাজু, ছড়াকার কবির আশরাফ, সিব্বির আহমদ, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু, মো. জাবের আহমদ, সেলিম আহমদ চৌধুরী, সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী, মো. মিজানুর রহমান, সাংবাদিক গোলজার আহমদ হেলাল, সাংবাদিক লোকমান আহমদ, কবির আহমদ, সাংবাদিক বদরুদ্দোজা বদর, জুবায়ের আহমদ জাবের, ব্যবসায়ী ফারেছ আহমদ চৌধুরী, মো. নাসিন উদ্দিন, বদরুল আলম, মো. মোসলেহ উদ্দিন মোনায়েইম, এস এম ফাহিম, এম রেদওয়ানুর রহমান, সালমান রাব্বি, সৈয়দ আসলাম হোসেন, মো. আবু সুফিয়ান চৌধুরী, রিয়াজ উদ্দিন বাবুল, মো. কামাল উদ্দিন, জাবেদ আহমদ, জাবেদ ইমরান, ইয়াহইয়া আহমদ চৌধুরী, সাদিকুর রহমান সাদিক, এম. এ ওয়াহিদ চৌধুরী, মো. মিলাদ আহমদ, কবি সাংবাদিক এম আলী হোসাইন, বদরুজ্জামান, খালেদ উদ্দিন, আব্দুল আজিজ জাফরান, শহিদ আহমদ, সাংবাদিক এম রহমান ফারুক, সাংবাদিক খালেদ আহমদ, আমিনুল তামিম, ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, মো. কামরুজ্জামান, মো. আব্দুল মুঈজ ওয়াহিদ, গল্পকার তাসলিমা খানম বিথি, তালহা তাজরিয়ান, শেখ দাইম তাওসিফ প্রমুখ।