
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরে সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিন-কে হত্যার প্রতিবাদে শনিবার (৯ আগস্ট) বিকাল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল জয় এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্লাসের এডমিন সাংবাদিক মাছুম আহমদ, সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রাজন আহমদ আরিয়ান, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক হাফিজুর রহমান লিটন, সদস্য সাংবাদিক সুহেল তালুকদার, সাংবাদিক মনোরঞ্জন দাস, গোয়াইনঘাট সংবাদের সম্পাদক সাংবাদিক এম এ রহিম, সাদাপাথরনিউজ২৪ এর সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, রিয়েল সিলেটের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম, প্রবাস বাংলা টিভির প্রতিনিধি তপু বণিক, রাসেল, ডেইলি বাংলার স্টাফ রিপোর্টার ফরহাদ হোসেন, জকিগঞ্জের ডাকের স্টাফ রিপোর্টার মামুনুর রশীদ, সিলেট প্লাসের স্টাফ রিপোর্টার হৃদয় দাস, আধুনিক সিলেটের প্রতিনিধি মুন্না তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি