সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে খেলাফত মজলিসের প্রার্থী আলী হাসানের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫, ০৪:৫১ অপরাহ্ণ
জৈন্তাপুরে খেলাফত মজলিসের প্রার্থী আলী হাসানের মতবিনিময় সভা

Oplus_0

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, ইসলামী আলোচক, দলের কেন্দ্রীয় উলামাবিষয়ক সম্পাদক, মুফতি আলী হাসান উসামা বলেছেন, “আমানতদারী ছাড়া উন্নয়ন হয়না, জনরায় হলো একটি গুরুত্বপূর্ণ আমানত, আমরা এই আমানতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পিছিয়ে পড়া এই জনপদকে উন্নয়ণের মডেল হিসেবে দেখতে চাই। আপনারা যদি আগামী নির্বাচনে ইনসাফ ও উন্নয়ণের প্রতীক দেয়াল ঘড়িকে সমর্থন দেন, তাহলে আমরা একটি ন্যায়-ইনসাফপূর্ণ সুন্দর সমাজের প্রতিশ্রুতি দিতে পারি।”

 

রবিবার (১০ আগস্ট) বাদ আদ আসর চিকনাগুল বাজারের আল মাসিম মার্কেট সম্মুখে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা সহসভাপতি মাওলানা জহির উদ্দিন। সঞ্চালনায় ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহসাধারণ সম্পাদক জাহিদ হাসান চৌধুরী এবং জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক আজমল হক।

 

পথসভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন সিলেট-৪ আসনের নির্বাচনী কমিটির আহ্বায়ক মাওলানা শামছুদ্দীন মোহাম্মদ ইলিয়াস, জৈন্তাপুর উপজেলা সহসভাপতি হাফিজ মাওলানা আরিফ আহমদ রাব্বানী, গোয়াইনঘাট উপজেলা সহসভাপতি কাজী মো. শরিফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাসুক আহমদ মঞ্জুর, সিলেট-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক মাওলানা জাহিদ চৌধুরী, ৬নং চিকনাগুল ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি আব্দুল্লাহ ফাহিম এবং জৈন্তাপুর উপজেলা ছাত্র মজলিস সভাপতি হাফিজ মাওলানা হোসাইন আহমদ জোবায়ের।

 

সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ব্যক্ত করেন এবং গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন