সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে সারীঘাট-লালাখাল রোড অটোবাইক শ্রমিক সংগঠনের নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ণ
জৈন্তাপুরে সারীঘাট-লালাখাল রোড অটোবাইক শ্রমিক সংগঠনের নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সারীঘাট-লালাখাল রোডে চলাচলকারী অটোবাইক শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সারীঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ৫২২ জন সদস্যের মধ্যে ৪৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মো. ফরিদ আহমদ নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জিল্লুর রহমান ও লুৎফুর রহমান। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. রুহল আমিন। সহ-সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. জসিম উদ্দিন, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোলেমান আহমদ, অর্থ সম্পাদক পদে মো. শহর উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল খালিক, এরশাদ আহমদ ও সাজিদ মো. শুয়াইব নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম।

 

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নিজপাট ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, ইউপি সদস্য সেলিম আহমদ, আখলাকুল আম্বিয়া, সমাজকর্মী সিব্বির আহমদ, মুহিবুর রহমান মুহিব ও আলাউর রহমান আলাই।

 

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসআই সিদ্দিক আহমদের নেতৃত্বে দায়িত্ব পালন করেন।

 

এদিকে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সিলেট তামাবিল-জাফলং বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব নুরু উদ্দিন, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর মেম্বার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য তোফায়েল আহমদ, সমাজসেবী হাজী মাহমুদ আলী, বীর মুক্তিযোদ্ধা (অব.) সেনা কর্মকর্তা নূরুল ইসলাম, আব্দুস ছাত্তার, সমাজসেবী আব্দুল মান্নান, বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, সিলেট মহানগর কৃষকদলের সহ-সম্পাদক মোশারফ হোসেন, মাস্টার বিজন চন্দ্র দেব ও সমাজকর্মী আতিক আহমদ সুমন।

 

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন