সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে স্থানীয় নির্বাচনের জন্য আগাম প্রার্থী ঘোষণা করলো জামায়াত

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ০৫:১৬ অপরাহ্ণ
গোলাপগঞ্জে স্থানীয় নির্বাচনের জন্য আগাম প্রার্থী ঘোষণা করলো জামায়াত

নিজস্ব  সংবাদদাতা :

সিলেটের গোলাপগঞ্জে আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আগাম প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

শনিবার (৯ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত ‘লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম’-এ প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামী সিলেট জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম।

 

ঘোষণা অনুযায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির রেহান উদ্দিন রায়হান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহেদা মঞ্জুর জেরিন।

 

এছাড়া ৭টি ইউনিয়নে মনোনীত প্রার্থীরা হলেন, বাঘা ইউনিয়নে মোশারফ হোসেন শামীম, ফুলবাড়ি ইউনিয়নে আসাদুজ্জামান পাপ্পু, লক্ষীপাশা ইউনিয়নে মাসুদ আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, পশ্চিম আমুড়া ইউনিয়নে রাসেল আহমদ, বাদেপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ জাহিদ হোসাইন এবং শরীফগঞ্জ ইউনিয়নে আতিকুর রহমান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী সেলিম উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন