
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীতে ভারতীয় পণ্য ও চোরাকারবারিদের ধরতে গিয়ে একটি নৌকা ডুবে ৪৮ বিজিবির একজন সিপাহী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার(৯ আগস্ট) বিকেল চারটার দিকে সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রাম এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুইজন বিজিবি সদস্য একটি নৌকায় করে পিয়াইন নদীতে টহল কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় ভারতীয় সুপারি বোঝাই একটি নৌকা থামানোর চেষ্টা করলে সেটি বিজিবির নৌকায় ধাক্কা দেয়। এতে উভয় নৌকা ডুবে যায়। দুর্ঘটনার পর একজন বিজিবি সদস্য ও নৌকার মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সিপাহী মাসুম বিল্লাহ নিখোঁজ হয়ে যান। দ্রুত স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করলেও এখনো তাঁর সন্ধান মেলেনি।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে বিজিবি ও স্থানীয়দের সঙ্গে উদ্ধার অভিযানে যুক্ত হয়েছেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে, তারা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করবে।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক ঘটনাস্থলে যাওয়ার পথে বলেন, আমাদের সদস্যদের নিরাপত্তা ও দেশের সীমানা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও নিবেদিতপ্রাণ। দুর্ঘটনায় নিখোঁজ সিপাহীর সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং তাঁর পরিবারকে প্রতিটি মুহূর্তের আপডেট জানানো হচ্ছে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কোনো পরিস্থিতিতেই পিছিয়ে যাবে না।
রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।