
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি একটি জনগণের দল। আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের মৌলিক অধিকার, খাদ্য, স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও বিএনপি মানুষের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার অব্যাহত আন্দোলনের মধ্য দিয়ে দেশ আজ স্বৈরশাসনের অবসানের দ্বারপ্রান্তে। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের জন্য পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি নেতাকর্মীকে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে থাকতে হবে।
তিনি শুক্রবার (৮ আগস্ট) বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মোল্লাপুর ইউনিয়নের ৫নং ওয়াড বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ এবং উপজেলা বিএনপির সহ সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সম্পল হাসান মাহমুদ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ, সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ছানু, সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আব্দুল গনি, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি দারুল ইসলাম দারা, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক জামিল আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল মুন্না, জালাল আহমদ, মামুন আহমদ, নজরুল আহমদ প্রমুখ।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বারইগ্রাম বাজার, লাউতা, ইউনিয়ন অফিস বাজার, গডাউন বাজার, কালীবাড়ি বাজারে প্রচারপত্র বিলি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি অহিদ আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ সভাপতি আতাউর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আং মালিক, লাউতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মজির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, লাউতা ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক কয়েস আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবর আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সদস্য আকমল হোসেন, ৯নং মুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ, সদস্য ওলিউর রহমান, মোল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের তুহিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি