সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

চিকনাগুল ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ণ
চিকনাগুল ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

Oplus_0

জৈন্তাপুর সংবাদদাতা:: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আওতাভুক্ত নব-গঠিত ৯ ওয়ার্ড কমিটির আয়োজনে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৮ আগষ্ট) বিকেল ৪ টায় ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।  সভায়  চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল আহমদের পরিচালনায় প্রধান  অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান আহমদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক অঞ্জল রাম দাস, উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম শেনাজ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মুতলিব ও মো. নোমান আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমদ আলী, ৫নং ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত বদরুল ইসলাম, সেলিম আহমদ, নাছির উদ্দিনসহ ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার, শফির, কামরুল, রাজ আহমদ নওয়াব, জাহেদ, রেহান, ইউনুস ও অন্যান্য নেতৃবৃন্দ ।

 

উল্লেখ্য: ওয়ার্ড ভিত্তিক কর্মী সভার মাধ্যমে গত ৬ আগস্ট নয়টি ওয়ার্ড কমিটির অনুমোদন দেয় ইউনিয়ন সেচ্ছাসেবক দল।

 

পথসভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। এজন্য নতুন নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন