সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে হবিগঞ্জে বিএনপির বিশাল বিজয় র‍্যালি

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ০৫:১৪ অপরাহ্ণ
ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে হবিগঞ্জে বিএনপির বিশাল বিজয় র‍্যালি

হবিগঞ্জ  : ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে হবিগঞ্জে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী এই র‍্যালিতে অংশ নেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ-এর নেতৃত্বে স্মরণকালের এই বিশাল র‍্যালিতে লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি তার অনুসারীদের নিয়ে অংশগ্রহণ করেন।

 

বুধবার (৬ আগস্ট, ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এই র‍্যালিটি হবিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন।

 

 

লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি বলেন, “গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন অবিরাম। আজকের এই র‍্যালি প্রমাণ করে, ছাত্রসমাজ ঐক্যবদ্ধ এবং কোনো বাধাই আমাদের দমাতে পারবে না।” তিনি আরও বলেন, “জি কে গউছ ভাইয়ের নেতৃত্বে আমরা যেকোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।”

 

এই র‍্যালিটি হবিগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন