ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫
  • ১২ পড়া হয়েছে
২০

অনলাইন ডেস্ক :: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত সাতজনের দাফন সম্পন্ন হয়েছে।

 

বুধবার (৬ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায় ছয়জনের এবং পার্শ্ববর্তী হাজিরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে একজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

 

এর আগে, দুপুরে একই পরিবারের সাতজনের মরদেহ বাড়িতে পৌঁছায়। এসময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। হৃদয়বিদারক সেই দৃশ্য দেখতে ভিড় করে আশপাশের হাজারো মানুষ।

 

উল্লেখ্য, বুধবার ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)।

 

নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে এক প্রবাসীর পরিবারের সদস্যরা ছিলেন। ওমানফেরত ওই প্রবাসীকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। মাইক্রোবাসটিতে চালকসহ ১১ জন ছিলেন।

এর মধ্যে দুর্ঘটনার পর ওমানফেরত ওই প্রবাসী এবং মাইক্রোবাসের চালকসহ চারজন বের হয়ে যান। অন্য সাতজনের মৃত্যু হয়েছে। তারা মাইক্রোবাসের পেছনের সিটগুলোতে ছিলেন।’’

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৪:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫
২০

অনলাইন ডেস্ক :: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত সাতজনের দাফন সম্পন্ন হয়েছে।

 

বুধবার (৬ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায় ছয়জনের এবং পার্শ্ববর্তী হাজিরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে একজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

 

এর আগে, দুপুরে একই পরিবারের সাতজনের মরদেহ বাড়িতে পৌঁছায়। এসময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। হৃদয়বিদারক সেই দৃশ্য দেখতে ভিড় করে আশপাশের হাজারো মানুষ।

 

উল্লেখ্য, বুধবার ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)।

 

নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে এক প্রবাসীর পরিবারের সদস্যরা ছিলেন। ওমানফেরত ওই প্রবাসীকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। মাইক্রোবাসটিতে চালকসহ ১১ জন ছিলেন।

এর মধ্যে দুর্ঘটনার পর ওমানফেরত ওই প্রবাসী এবং মাইক্রোবাসের চালকসহ চারজন বের হয়ে যান। অন্য সাতজনের মৃত্যু হয়েছে। তারা মাইক্রোবাসের পেছনের সিটগুলোতে ছিলেন।’’