
সাবেক সেনাবাহিনী প্রধান ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জেনারেল হারুন-অর-রশীদ (অব:) বীর প্রতীক এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
মঙ্গলবার (৫ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন সম্মানিত কর্মকর্তা। তিনি একসময় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন এবং বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের প্রতিরক্ষা বাহিনী, রাষ্ট্র ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি বীর মুক্তিযোদ্ধা জেনারেল হারুন-অর-রশীদ এর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি
Channel Jainta News 24 





















