সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে বিজয় র‍্যালি

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ০৫:২৯ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে বিজয় র‍্যালি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের নেতৃত্বে বিজয় র‌্যালি অনুষ্টিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ আগষ্ট) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা, পৌর বিএনপি ও দলের সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের শাহী ঈদগাহ এলাকা থেকে এ বিজয় র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্তরে গিয়ে সমাপ্ত হয়।

 

র‌্যালিতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, আহ্বায়ক কমিটির সদস্য মো. মশিউর রহমান রিপন, মো. মকসুদ আলী, শামীম আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাব্বির আলী মুন্নাসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলের অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে সংকিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্বা মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। এ সময় তিনি গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আজকের কর্মসূচিতে স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন