সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

মহাসড়কে চাঁদাবাজি করলে পুলিশ সদস্যকে হ্যান্ডকাপ পরানো হবে: পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫, ০৭:৫১ অপরাহ্ণ
মহাসড়কে চাঁদাবাজি করলে পুলিশ সদস্যকে হ্যান্ডকাপ পরানো হবে: পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কার্যালয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন কল্যাণ সভায় সকল থানার অফিসার ইনচার্জগন সহ প্রতি পদমর্যাদার পুলিশ সদস্য। সভার সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

 

সভাপতি সকল সদস্যদের উত্থাপিত সমস্যা মনোযোগ দিয়ে শুনেন এবং উপস্থাপিত সমস্যা সমাধানের আশ্বাস দেন। কল্যাণ সভার সমাপনী বক্তব্যে তিনি বলেন আপনাদের সকলের সহযোগিতায় একটি সুশৃংখল ও নিরাপদ মহাসড়ক উপহার দেয়ার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছি। আপনারা মহাসড়কে এমন কোনো কাজ করবেন না যা আমাদেরকে বিব্রত করে এবং পুলিশ বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করে। আপনাদের সমস্যা আমরা সমাধানের চেষ্টা করবো কিন্তু আপনাদের কোনো অপেশাদার আচরণের কারণে হাইওয়ে পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তার দায় সংশ্লিষ্ট সদস্যকে নিতে হবে।

 

পুলিশ সুপার এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন মহাসড়কে কোনো পুলিশ সদস্য চাঁদাবাজি করলে ফৌজদারি মামলায় গ্রেফতার করে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে জেলে পাঠিয়ে দেয়া হবে। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন