
সিলেট :: আজ (০৪ আগস্ট) সোমবার আইসিটি বিভাগের উদ্যোগে পরিচালিত ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের কার্যক্রম মূল্যায়নে সিলেট ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শন করেন আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্সের সদস্যগন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে অটোমেশন কার্যক্রম পরিদর্শন শেষে অংশীজনদের সাথে হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অটোমেশন, রোগীদের রেজিস্ট্রেশন, সেবা ও ডিজিটাল ব্যবস্থাপত্র প্রাপ্তির ক্ষেত্রে বাধাসমূহ চিহ্নিতকরণের পাশাপাশি বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
সভায় বক্তৃতা করেন টাস্কফোর্সের প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহ এবং টাস্কফোর্স সদস্য বুয়েটের অধ্যাপক ড. রিফাত শাহরিয়া। এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ মাসুদ, আইসিটি বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাছের, ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের পরিচালক মো. মাহিদুর রহমান খান, বাংলাদেশ হাইটেক পার্ক কতৃপক্ষের পরিচালক মিজানুর রহমান এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা, ভেন্ডর ও সেবাগ্রহীতাগণ।
টাস্কফোর্স ও ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রতিনিধিগণ সিটি কর্পোরেশনের আওতায় বিভিন্ন স্থানে IP ক্যামেরা স্থাপন এবং কোতয়ালি থানা এলাকাধীন বিভিন্ন স্পটে বিনামূল্যে WiFi সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করে সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন এবং WiFi কার্যক্রমের অকার্যকারিতার বিষয়গুলো খতিয়ে দেখেন।
এরপর টাস্কফোর্সের সদস্যগন কোতোয়ালি থানাধীন ট্রাফিক কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের ডেপুটি কমিশনার শাহরিয়ার আলমসহ এসএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস উপস্থিত ছিলেন।
Channel Jainta News 24 




















