সিলেট ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন” শীর্ষক সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন” শীর্ষক সভা

ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন” শীর্ষক প্রকল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । (০৩ আগস্ট) রবিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বুয়েট অধ্যাপক ড. রিফাত শাহরিয়া, ব্যারিস্টার সৈয়দ জামি, আইসিটি বিভাগের উপসচিব মো. আবু নাছের।

আইসিটি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে স্থাপিত Innovation hub নির্মান করা হয়। এ Innovation Hub-এ কারিগরি এবং ইনোভেটিভ আইডিয়াসমূহ গাইড দিচ্ছে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়। এর আগে আইসিটি টাস্কফোর্স শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Innovation hub টি পরিদর্শন করে। পরিদর্শনের সময় ল্যাব ব্যবহার করে শিক্ষার্থীগন সফটওয়্যার এ ল্যাব উন্নয়নসহ কম্পিউটার বিজ্ঞানে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে তা আলোচনা করেন।

 

বক্তাগন Innovation hub-কে কার্যকর করতে Industry – Academia ব্যাপক জোরদারের উপর গুরু্ত্বারোপ করে শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের প্রায়োগিক দিকের উপর আলোকপাত করেন এবং উদ্যোক্তা তৈরীর জন্য শিক্ষক নির্বাচনসহ সম্ভাবনাময় শিল্পখাতে প্রকল্প নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন।

টাস্কফোর্স প্রধান প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহ সভায় বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষার্থীর সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের মানসম্মত প্রশিক্ষণের বিষয়ে মতামত গ্রহণ করেন। প্রশিক্ষণ সম্পর্কিত বিভিন্ন ফিডব্যাক নিয়ে ফেসবুক লিংকের মাধ্যমে সকল শিক্ষার্থীদের শ্বেতপত্র প্রদান করেন। শিক্ষার্থীরা এ শ্বেতপত্রের মাধ্যমে ফেসবুকে তাদের অভিমত ও সকল তথ্য জানাতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন