সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু বোঝাই ৫ টি নৌকা সহ ১৫ জন আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১, ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ণ
মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু বোঝাই ৫ টি নৌকা সহ ১৫ জন আটক

মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় থানা পুলিশের পৃথক দুটি অভিযানে বালুসহ ৫টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও নৌকায় থাকা ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সেলিম মিয়া (৪৫), মো. শরীফ মিয়া (৪৫), লালু মিয়া (২৬), সোহাগ মিয়া (২৮), মো. নুরুজ্জামান (৪০), মো. হবি মিয়া (৪০), মো. কাবুল মিয়া (৩৮) ও ফেরদৌস (৪০)। পরে সকাল এছাড়াও দ্বিতীয় অভিযানে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার — মো. হবিকুল (৩৫), মো. নজরুল ইসলাম (৫০), মোফাজ্জল (৪৫), নয়ন (৩৫), খোকন (৪০), জামাল হোসেন (৩৮) ও জাহাঙ্গীর মিয়া (৩২) কে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,মধ্যনগর থানার ওসি মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃইউছুব আলী,এসআই মোঃ হামিদুর রহমান, সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের তোলীপাড়া (মসজিদের পাশে), ও পরে মধ্যনগর বাজার সংলগ্ন আখড়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অনুমোদনবিহীন নদী থেকে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার এসব বালু বোঝাই নৌকা ও শ্রমিকদের আটক করা হয়। এসব নৌকা থাকা বালু মোট ১৮শত ঘনফুট যারা আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা,ও ৫ টি স্টিলবডি নৌকার আনুমানিক মূল্য ১৩লক্ষ ৫০ হাজার টাকা।

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক মামলা রুজু করিয়া আসামীদের কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন