সিলেট ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের আয়োজনে এসএসসি-দাখিল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১, ২০২৫, ০১:৪৬ অপরাহ্ণ
বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের আয়োজনে এসএসসি-দাখিল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-

 

ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার উদ্যোগে বিয়ানীবাজার পৌরসভাস্থ এসএসসি-দাখিল পরিক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে।

(২৯ জুলাই) মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় পৌর শহরস্থ একটি অভিজাত হলরুমে এই বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করেন শাখা ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ জাহেদ আহমদ যৌথ পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ও দফতর সম্পাদক হাফিজ জাফর আহমদ। সার্বিক তত্বাবধানে ছিলেন শাখা সাধারণ সম্পাদক হাফিজ সাদিক আহমদ

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান,অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তব্য দেন হাফিজ মাওলানা দিলাওয়ার হুসাইন, মুফতি আব্দুল্লাহ আল মামুন

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানী বাজার পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ, সিলেট জেলা যুব জমিয়তের সহসাধারণ সম্পাদক আবুল কালাম, পৌর জমিয়তে উলামায়ে ইসলামের দাওয়া সম্পাদক হাফিজ মাওলানা আবু সাইদ, যুব জমিয়ত নেতা আলী হুসেইন মহরীর, বিশিষ্ট মিডিয়া ব্যতিত্ব তাজবীর আহমদ সাইম, পৌর যুব জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল হাসান,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান প্রমূখ

 

পৌরসভার প্রায় ৬৫জন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনায় সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান. বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন