
সুয়েব রানা জৈন্তাপুর:সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের দলই পাড়া গ্রামের কৃষক দেলোয়ার হুসেন মাত্র দুই বছরের একনিষ্ঠ পরিশ্রমে একজন সফল কৃষক ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিজ মালিকানাধীন ৫ বিঘা জমিতে গড়ে তুলেছেন একটি সুপরিকল্পিত লেবু বাগান, যা তাকে শুধু আর্থিকভাবে স্বচ্ছলই করেনি, দিয়েছে সামাজিক মর্যাদাও।
২০১৬ সালে বাগান তৈরির কাজ শুরু করেন তিনি। প্রায় ১ হাজার ৭৫০টি লেবু, আধা লেবু ও কাটা জামির গাছ রোপণ করেন। শুরু থেকেই পরিচর্যা, সেচ, আগাছা পরিষ্কারসহ সব কাজ করেছেন নিজ হাতে। দুই বছরের পরিচর্যার পর ২০১৮ সালের জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে প্রথম ফলন আসতে শুরু করে।
সেই বছরে প্রায় চার লক্ষ টাকার ফল বিক্রি হয়, খরচ বাদে নিট লাভ ছিল এক লক্ষ টাকার মতো। এরপর প্রতিবছরই ফলন ও আয় বেড়ে চলে ধারাবাহিকভাবে। ২০২৪ সাল পর্যন্ত নয় বছরে তার মোট লাভ দাঁড়ায় প্রায় ৯ লক্ষ টাকায়। বর্তমানে তিনি একজন সফল কৃষক ও উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিত, যার বাগানে কাজ করে উপকৃত হচ্ছেন স্থানীয় শ্রমিকেরাও।
জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, দেলোয়ার হুসেন একজন নিষ্ঠাবান কৃষক। তিনি অত্যন্ত দায়িত্বশীলভাবে তার বাগান পরিচালনা করছেন। তার সাফল্য এটাই প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে অল্প জমিতেও বড় ফলাফল সম্ভব। আমরা কৃষি বিভাগ থেকে সবসময় তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে আসছি।
উপসহকারী কৃষি অফিসার ইসতিয়াক আহমদ বলেন, দেলোয়ার হুসেনের এই উদ্যোগ নতুন প্রজন্মের কৃষকদের জন্য একটি বাস্তব অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, পেশাদারিত্ব নিয়ে চাষাবাদ করলে তা শুধু নিজের নয়, পুরো এলাকার জন্যও ইতিবাচক প্রভাব ফেলে।
জৈন্তাপুর উপজেলার কৃষি উন্নয়ন ও সচেতনতায় এমন উদ্যোক্তা কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেলোয়ার হুসেনের সাফল্য কেবল একটি ব্যক্তিগত অর্জন নয়, এটি স্থানীয় কৃষি সম্ভাবনারও উজ্জ্বল প্রতিচ্ছবি।