
আলী জহুর, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই আরোহী।
সোমবার( ২৮ জুলাই) বিকেলে, জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইকড়ছই গ্রামের নয়নবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুই দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন কলকলিয়া গ্রামের রবি দাসের ছেলে অনিক দাস – বয়স ৩০ এবং সিলেটের কৌশল গোস্বামী – বয়স ৩৫, যিনি বর্তমানে জগন্নাথপুরের বাসুদে বাড়িতে বসবাস করছেন।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা আহতদের দ্রুত উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই স্থানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
সড়কের পাশে একটি পবিত্র মাজার রয়েছে – অনেকেই মনে করেন, হয়তো মাজারকে অবহেলা করার কারণেই এসব দুর্ঘটনা বারবার ঘটছে। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।