সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ভোটের মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ণ
ভোটের মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য

অনলাইন ডেস্ক  : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ভোটের সময় মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য।

 

সোমবার (২৮ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

 

শফিকুল আলম বলেন, আগামী সেপ্টেম্বরে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। চলবে ৩ মাস। নির্বাচনকে ঘিরে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির মধ্যে সমন্বয় বাড়াতে জোর দেওয়া হয়েছে। এছাড়া একটি কেন্দ্রীয় মিডিয়া সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখান থেকে দ্রুত তথ্য সরবরাহ করা হবে।

 

প্রেস সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিসইনফরমেশন ছড়ানো শুরু হয়েছে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমপশনকে আমরা প্রতিহত করতে পারব। এটা নিয়ে বিষদ আলোচনা হয়েছে।

 

তিনি আরও বলেন, অনেক বিষয় নিয়েই আলাপ আলোচনা হয়েছে। প্রথম ছিল যে কো-অর্ডিনেশন বাড়ানো। আর্মি,পুলিশ এবং রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হচ্ছে। এই কো-অর্ডিনেশন প্রান্তিক এবং জাতীয় পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন