সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিপ্রবিসাসের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ০৪:১৭ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিপ্রবিসাসের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী

তাসলিমা আক্তার: পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

 

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কৃষি অনুষদের সামনে এসে শেষ হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

 

পবিপ্রবিসাসের সভাপতি মারসিফুল আলম রিমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পবিপ্রবিসাসের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিল বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থী।

 

প্রধান অতিথির বক্তব্যে কাজী রফিকুল ইসলাম বলেন, “তোমাদের এই বয়সে আমার এতটা সাহস ছিল না। তোমাদের যে দৃঢ়তা, সত্য বলার সাহস, তা সত্যিই প্রশংসনীয়। সাংবাদিকতায় এমন সাহসিকতাই একটি সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে আমরা কোনোভাবেই ভুলে যেতে পারি না

বিশেষ অতিথির বক্তব্যে আবদুল লতিফ বলেন, “স্রোতের সাথে চলার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং স্রোতের বিপরীতে চলাতেই রয়েছে প্রকৃত তৃপ্তি।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা যদি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে চান, তবে তাদের সাহসিকতার সঙ্গে স্রোতের বিপরীতে চলতে হবে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে এস. এম. হেমায়েত জাহান বলেন, “মানুষ মাত্রই ভুল করে। আমরা যদি কোনো ভুল করি, তা ধরিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের—সাংবাদিকদের।” তিনি আরও বলেন, “তোমরা যদি গঠনমূলক সমালোচনা করো, আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে নেব। কারণ একটি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান তখনই এগিয়ে যেতে পারে, যখন তাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধ থাকে।

 

সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন বলেন, “সাংবাদিক সমিতি কোনো লাল গালিচা মাখা পথে হাঁটেনি, তারা হেঁটেছে কণ্টকাকীর্ণ পথ বেয়ে। নানা প্রতিকূলতা ও বাধা পেরিয়ে আজকের অবস্থানে এসে পৌঁছেছে পবিপ্রবিসাস।”তিনি আরও বলেন, “এই অনুষ্ঠানের সফল আয়োজনে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং নিষ্ঠার কারণেই আজকের আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন