সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে দু’পক্ষের সং*ঘর্ষে নি হ ত ১

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ণ
দোয়ারাবাজারে দু’পক্ষের সং*ঘর্ষে নি হ ত ১

দোয়ারাবাজার( সুনামগঞ্জ)  প্রতিনিধি ::

দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত কবির উদ্দিন (৪৫) উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা ও নুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুলাই) দুপুরে গ্রামের দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। এদিকে সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন