সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ণ
জগন্নাথপুরে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ ব্রীজসংলগ্ন শেখ পাড়া পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) দিপংকর হালদার ও এএসআই (নিরস্ত্র) আলী আকবরসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, লিমন পরিবহন নামক একটি বাসে করে এক ব্যক্তি গাঁজা বহন করছে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে মোঃ সুরুজ হোসেন (৪২), পিতা মৃত আব্দুর রাজ্জাক, সাং – পারবোয়ালিয়া, ইউপি – শান্তাহার, থানা – নওগাঁ সদর, জেলা – নওগাঁকে গ্রেফতার করে।

তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এসআই দিপংকর হালদার জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৪, তারিখ ২২/০৭/২০২৫)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন