ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে বাকাতলায় ফেলে যাওয়া নবজাতক শিশুর পাশে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১০:৪৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১৩ পড়া হয়েছে
২০

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাকাতলা গ্রামের সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এক নবজাতকের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (২১ জুলাই) দুপুরে নবজাতকের খোঁজখবর নিতে গিয়ে প্রেসক্লাবের নেতারা বাচ্চাটির জন্য নগদ অর্থ, বস্ত্রসামগ্রী ও খাদ্যসামগ্রী প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল আউয়াল মিসবাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

গত ১৭ জুলাই সন্ধ্যার দিকে বাকাতলা গ্রামের একটি রাস্তার পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে যান। পরে শিশুটিকে বাঙালভিটা গ্রামের চিকিৎসক ডা. মোস্তফা মিয়া নিজের জিম্মায় নিয়ে যান এবং স্ত্রী মোছা. হাসিনা বেগমের সঙ্গে মিলেই শিশুটির লালন-পালন শুরু করেন।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং নিরাপদে রয়েছে ডা.মোস্তফা মিয়ার পরিবারের কাছে।

 

শিশুটির লালনকারী হাসিনা বেগম বলেন, আমার স্বামী রাস্তায় পড়ে থাকা এই অবুঝ শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। আমি মায়ের মতো করে তাকে লালন-পালন করছি। সমাজ ও প্রশাসনের পক্ষথেকে আমাকে দায়িত্ব দিলে আমি আজীবন এই শিশুটিকে নিজের সন্তানের মতো করে মানুষ করতে চাই।

 

সহায়তা প্রদানকালে প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তার বেঁচে থাকার অধিকার রয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আশা করি, রাষ্ট্র এবং সমাজ এই শিশুটির পাশে দাঁড়াবে। যেন সে সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন ও পথচারীরাও সাংবাদিকদের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Follow for More!

মধ্যনগরে বাকাতলায় ফেলে যাওয়া নবজাতক শিশুর পাশে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব

প্রকাশিত: ১০:৪৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
২০

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাকাতলা গ্রামের সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এক নবজাতকের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (২১ জুলাই) দুপুরে নবজাতকের খোঁজখবর নিতে গিয়ে প্রেসক্লাবের নেতারা বাচ্চাটির জন্য নগদ অর্থ, বস্ত্রসামগ্রী ও খাদ্যসামগ্রী প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল আউয়াল মিসবাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

গত ১৭ জুলাই সন্ধ্যার দিকে বাকাতলা গ্রামের একটি রাস্তার পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে যান। পরে শিশুটিকে বাঙালভিটা গ্রামের চিকিৎসক ডা. মোস্তফা মিয়া নিজের জিম্মায় নিয়ে যান এবং স্ত্রী মোছা. হাসিনা বেগমের সঙ্গে মিলেই শিশুটির লালন-পালন শুরু করেন।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং নিরাপদে রয়েছে ডা.মোস্তফা মিয়ার পরিবারের কাছে।

 

শিশুটির লালনকারী হাসিনা বেগম বলেন, আমার স্বামী রাস্তায় পড়ে থাকা এই অবুঝ শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। আমি মায়ের মতো করে তাকে লালন-পালন করছি। সমাজ ও প্রশাসনের পক্ষথেকে আমাকে দায়িত্ব দিলে আমি আজীবন এই শিশুটিকে নিজের সন্তানের মতো করে মানুষ করতে চাই।

 

সহায়তা প্রদানকালে প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তার বেঁচে থাকার অধিকার রয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আশা করি, রাষ্ট্র এবং সমাজ এই শিশুটির পাশে দাঁড়াবে। যেন সে সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন ও পথচারীরাও সাংবাদিকদের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।