সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ২০, ২০২৫, ০৪:১৫ অপরাহ্ণ
দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সরকারি জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।

শনিবার (১৯ জুলাই) বিকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার খেয়াঘাটে পাশে এই অভিযান পরিচালিত হয়। আমবাড়ী বাজার খেয়াঘাটে সরকারি জায়গায় রাস্তা দখল করে গড়ে উঠা ১০ টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, দোয়ারাবাজারের মান্নারগাঁও, লক্ষিপুর ও সুনামগঞ্জ সদরের রঙ্গারচর ইউনিয়নের মানুষজনের চলাচলের জনগুরুত্বপূর্ণ খেয়াঘাট। আমবাড়ি বাজার খেয়াঘাটের রাস্তা বন্ধ করে সরকারি জায়গা দখল করে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান উপজেলার প্রতিটি ইউনিয়নে অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুস সালাম, সার্ভেয়ার ফরিদ উদ্দিন, তহসিলদার মুহিত আহমদ, অফিস সহায়ক কবির আহমদ, রুয়েল মিয়া,।

সংবাদটি শেয়ার করুন