সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালানী পন্য জব্দ 

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ২০, ২০২৫, ০৪:১১ অপরাহ্ণ
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালানী পন্য জব্দ 

জৈন্তাপুর সংবাদদাতা:: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত একাধিক অভিযানে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।

 

২০ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির বিভিন্ন টহল দল। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, সনপাপড়ি, সুপারি, চিনি, ফেনসিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত একাধিক নৌকা জব্দ করা হয়।সিলেট ভ্রমণ গাইড

 

এছাড়াও, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় লামাশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড এবং চা-পাতা আটক করে।

 

আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা। এসব মালামালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবি সূত্রে জানানো হয়।

 

এ ব্যাপারে , সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক , জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন