
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে ছাত্র জমিয়ত বাংলাদেশ শাহপরান থানা শাখার উদ্যোগে এক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বাদ জুম’আ শাহপরান থানার দলীয় কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন শাখা সভাপতি হাফিয শাইখুল ইসলাম এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মীর আইনুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান থানা জমিয়তের সভাপতি মাওলানা মোস্তাফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম ক্বাসিমী এবং ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি লুকমান হাকীম, মহানগর শাখার সাধারণ সম্পাদক আবু হানিফ সাদী, জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমদ রুকন, মহানগরীর দায়িত্বশীল খুবাইব আহমদ, মাসউদুর রহমান সালিম, আব্দুর রহিম, এবং থানার দায়িত্বশীল জাকওয়ান মোহাম্মদ সালেহ, জাকারিয়া সারওয়ার, উবায়দুল্লাহ মারুফ, সিদ্দীকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আবিদ, সাংগঠনিক সম্পাদক রিহাদ চৌধুরী, প্রচার সম্পাদক হাফিয আদনান উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক সানি আহমদ শাওন, পাঠাগার সম্পাদক শুয়াইব আহমদ, ছাত্রনেতা আশরাফ আহমদ, মাহবুবুর রহমান ও ইয়াহইয়া আহমদ।
সেমিনার শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তি।
Channel Jainta News 24 
























