সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন আনন্দ ভ্রমণ টাঙ্গুয়ার হাওরে অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন আনন্দ ভ্রমণ টাঙ্গুয়ার হাওরে অনুষ্ঠিত

Oplus_131072

শফিকুল ইসলাম শফিক ::

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার ১২টি উপজেলার অর্ধ শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে এক আনন্দঘন দিনব্যাপী ভ্রমণের আয়োজন করা হয়।

 

সুনামগঞ্জ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (সভাপতি)আব্দুস সালাম এর দিকনির্দেশনায় গত শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুনামগঞ্জ শহরের রিভারভিউ ঘাট থেকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দেন সাংবাদিকরা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাওর এলাকা ঘুরে সন্ধ্যায় পুনরায় রিভারভিউ ঘাটে ফিরে আসেন তারা।

 

আনন্দ ভ্রমণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ হানিফ মিয়া। পরিচালনায় ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম।

 

এ আয়োজনে সহযোগিতা করেন মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নিউ ইয়র্ক প্রবাসী শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরী। তার সৌজন্যে সাংবাদিকদের জন্য টি-শার্ট সরবরাহ করা হয়, যা ভ্রমণের আনন্দকে আরও রঙিন করে তোলে।

 

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ শেষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হাশেম সাংবাদিকদের ভ্রমণকে স্বাগত জানান এবং ভ্রমণ সংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিস্থিতি সম্পর্কে বলেন,

“মাল্টিমিডিয়া সাংবাদিকদের এই উদ্যোগ প্রশংসনীয়। তারা আমাদের জেলার সৌন্দর্য ও সম্ভাবনাকে দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপদ ও সফল ভ্রমণের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছি। পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”

 

উল্লেখ্য, সাংবাদিকদের এমন উদ্যোগ শুধু বিনোদন নয়, এটি জেলার পর্যটন সম্ভাবনা তুলে ধরার একটি কার্যকর মাধ্যম হিসেবেও বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন