
সুয়েব রানা: নিজস্ব সংবাদদাতা ::
সিলেটের গোয়াইনঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জনসংখ্যাকে বোঝা নয়, বরং সম্ভাবনাময় একটি সম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় সোমবার ১৪ জুলাই, উপজেলা কনফারেন্স হল রুমে। এতে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলেই তা আর রাষ্ট্রের জন্য চাপ নয়, বরং একটি শক্তিশালী আর্থ-সামাজিক উপাদানে পরিণত হবে।
তিনি আরও বলেন, শিক্ষিত, সুস্থ এবং দক্ষ নাগরিক গড়তে হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়িয়ে পরিকল্পিত পরিবার গঠনের দিকেও গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভার প্রতিপাদ্য ছিল, ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন। এই প্রেক্ষাপটে বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার কেবল একটি ব্যক্তির নয়, বরং পুরো দেশের উন্নয়নের সহায়ক শক্তি।
সভায় ইউএনও আরও বলেন, যারা আজ শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে সম্মাননা পেয়েছেন, তাদের দায়িত্ব এখন আরও বেশি। স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে প্রতিটি মানুষের দোরগোড়ায়। একই সঙ্গে পরিকল্পিত পরিবার গঠনে জনসচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. রাজীব দেবনাথ, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আব্দুল মালিক, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন এবং উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিটের পরিবার পরিকল্পনা পরিদর্শকরা।
অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা পর্যায়ে দুইজন ও ইউনিয়ন পর্যায়ে একজন মোট তিনজন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শককে সম্মাননা উপহার প্রদান করা হয়।
এই আয়োজনের মাধ্যমে জনসংখ্যাকে সম্পদে পরিণত করার যে রাষ্ট্রীয় ও সামাজিক প্রয়াস, তা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
Channel Jainta News 24 





















