সিলেট ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

গণতন্ত্র সুসংহত রাখতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে:মিফতাহ্ সিদ্দিকী

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ০৩:১৮ অপরাহ্ণ
গণতন্ত্র সুসংহত রাখতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে:মিফতাহ্ সিদ্দিকী

গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে মিফতাহ্ সিদ্দিকী

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দেশে এখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে পুনর্গঠন করতে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা সংষ্কার কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা কর্মসূচি আজ সাধারণ মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। বিএনপি রাষ্ট্রপরিচালনার সুযোগ পেলে এই ৩১ দফা বাস্তাবায়ন হবে, আর ৩১ দফা বাস্তাবায়ন হলেই একটি সত্যিকারার্থে সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে এখন থেকে কাজ শুরু করতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত গঠন করতে এটিকে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

 

তিনি আরো বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর। মহান রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর ভাবে আমাদেরকে প্রাকৃতিক সম্পদ দিয়েছেন। পরিবেশের ভারসাম্যকে বজায় রেখে এসব সম্পদকে কাজে লাগাতে হবে। এই এলাকাকে একটি টেকশই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে প্রকৃতিক সম্পদ আহরণের পাশাপাশি এখানে পর্যটন হাব গড়ে তোলা সম্ভব। এটি সম্ভব হলে এক দিকে যেমন প্রাকৃতিক সম্পদ আহরণ করা যাবে অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। আর এই সবকিছুকে সম্ভব করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় ধানের শীষকে বিজয়ী করতে হবে, জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য আমাদের সবাইকে সম্মিলিত ভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।

 

শুক্রবার দিনভর গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

 

দিনব্যাপী কর্মসূচির শুরুতেই গোয়ইন উপজেলা পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং জমিদার বাড়ি মসজিদে জুমআহ’র নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন- পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদ রানা, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান হেলুয়ার, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নুরুল হক শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফয়সল খান, উপজেলা যুবদলের সদস্য আব্দুল লতিফ মির্জা, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বেনজির আহমদ সুমন ও ইসমাইল আহমদ, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি মরম আলী,

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সত্তার, পূর্ব জাফলং ইউনিয়ন যুবদল নেতা মাসুক আহমদ, আলাল আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতা হাসান আহমদ, গোয়াইনঘাট উপজেলা জিয়া পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক নাসির হোসাইন, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন আহমদ, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাইম আহমদ ও শাহীন আহমদ, আমির মিয়া স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, পূর্ব জাফলং ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।

 

এর পর বেলা আড়াইটার দিকে আমির মিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনির্বান যুব সংঘ আয়োজিত জেএফপিএল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

ইউনিয়ন বিএনপি নেতা মুজির আহমদের সভাপতিত্বে ও অনির্বাণ যুব সংঘের সদস্য মাহমুদ আহদের সঞ্চালনায় রাখেন- পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অনির্বান যুন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলোয়ার, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বেনজির আহমদ সুমন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতা হাসান আহমদ প্রমূখ।

 

এর পর বিকেল সাড়ে ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দিলুর কবর জিয়ারত করেন এবং গুরুতর অসুস্থ জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও প্রবীন বিএনপি নেতা কবির আহমদকে দেখতে যান। এবং তার শারিরীক খোঁজখবর নেন। এসময় জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মেম্বার, নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবির খান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক দুলাল আহমদ, বিএনপি নেতা আব্দুল জব্বার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বেলাল আহমদ, সাব্বির আহমদ, মরহুম দিলুর ছোট ভাই সাংবাদিক ইমাম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা বেলাল আহমদ, ছাত্রদল নেতা সাহেদ আহমদ, সেলিম আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর পর বিকেল সাড়ে ৫ টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার কর্মসূচির পক্ষে জনমত তৈরি করতে লিফলেট বিতরণ করেন।

 

এসময় জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারী, সাধারণ সম্পাদক মুসলিম আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি এম.আর মামুন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ময়নুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোহাম্মদ সালেহ, উপজেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন, শরিফ আহমদ, শামীম আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুলেমান আহমদ, তোফায়েল আহমেদ, দরবস্ত ইউনিয়ন কৃষক দলের সভাপতি কিবরিয়া আহমদ, দরবস্ত ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মঙ্গল মিয়া সহ দরবস্ত ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসব কর্মসূচিতে তার সাথে ছিলেন- মহানগর বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মাহমুদ আজম, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি লায়েক আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক দেওয়ান রেদুয়ান আহমেদ, আরাফাত রহমান কোকোর ক্রীড়া সংসদের মহানগরের সদস্য সচিব আকরাম আহমদে প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Trisula88 adalah salah satu permainan judi online yang cukup populer di kalangan pemain Indonesia. Permainan ini menawarkan sensasi seru dan peluang besar untuk meraih kemenangan jika Anda tahu cara memainkannya dengan tepat. Namun, seperti permainan judi pada umumnya, agar Trisula88 bisa gacor tanpa putus atau konsisten memberikan kemenangan, dibutuhkan trik dan strategi khusus yang bisa membantu Anda menjaga keberuntungan dan memaksimalkan hasil taruhan. Berikut ini adalah beberapa trik terbaik agar Trisula88 gacor tanpa putus yang bisa Anda coba. 1. Pahami Aturan dan Pola Permainan Trisula88 Langkah pertama yang sangat penting adalah memahami aturan main Trisula88 secara menyeluruh. Setiap permainan judi memiliki pola dan aturan tersendiri yang harus dikuasai agar tidak mudah kalah. Dalam Trisula88, Anda harus mengetahui kapan waktu terbaik untuk bertaruh dan bagaimana cara mengatur strategi taruhan Anda. Pelajari juga pola keluaran dari permainan. Banyak pemain sukses yang memanfaatkan pola angka atau kartu yang muncul untuk menyesuaikan taruhan mereka agar peluang menang lebih besar. Jika Anda bisa mengenali pola ini, kemungkinan untuk gacor alias menang secara konsisten akan lebih tinggi. 2. Kelola Modal dengan Bijak Modal atau uang taruhan adalah faktor utama dalam permainan judi, termasuk Trisula88. Trik agar permainan bisa gacor tanpa putus adalah dengan mengatur modal dengan bijak. Jangan pernah menggunakan seluruh modal sekaligus dalam satu taruhan, karena ini sangat berisiko besar. Lakukan pembagian modal dalam beberapa sesi taruhan. Misalnya, jika modal Anda 1 juta rupiah, bagi menjadi beberapa bagian kecil, lalu gunakan satu bagian untuk bertaruh di satu sesi. Jika kalah, jangan panik dan coba taruhan berikutnya dengan strategi yang sudah Anda rencanakan. Manajemen modal yang baik akan membantu Anda bertahan lebih lama dan memberikan peluang untuk mendapatkan kemenangan beruntun. 3. Gunakan Strategi Taruhan yang Tepat Strategi taruhan merupakan kunci agar Trisula88 gacor tanpa putus. Salah satu strategi populer yang bisa Anda coba adalah strategi Martingale, yaitu menggandakan taruhan setelah kalah, agar ketika menang bisa menutupi kerugian sebelumnya dan mendapatkan keuntungan. Namun, hati-hati dengan strategi ini karena butuh modal besar dan risiko tinggi. Jika modal Anda terbatas, gunakan strategi konservatif seperti taruhan dengan nominal kecil terlebih dahulu untuk mengamati pola permainan. Selain itu, Anda juga bisa menerapkan strategi Mix Betting dengan memasang taruhan pada beberapa jenis taruhan sekaligus. Misalnya memasang taruhan pada angka dan warna yang berbeda, sehingga peluang menang akan lebih besar meski dengan modal terbatas. 4. Pilih Waktu Bermain yang Tepat Waktu bermain juga memengaruhi peluang kemenangan Anda. Ada waktu-waktu tertentu dimana permainan Trisula88 lebih gacor atau lebih sering mengeluarkan hasil kemenangan. Biasanya, waktu ini adalah saat pemain lain sedang sedikit, sehingga peluang Anda untuk menang lebih besar. Anda bisa mencoba bermain di jam-jam sepi atau dini hari ketika trafik pemain sedang rendah. Di saat seperti ini, mesin permainan cenderung memberikan hasil yang lebih menguntungkan bagi pemain aktif. 5. Hindari Bermain Saat Emosi Tidak Stabil Permainan judi sangat berkaitan dengan psikologi. Agar Trisula88 gacor tanpa putus, Anda harus menjaga emosi tetap stabil. Jangan bermain saat Anda sedang marah, stres, atau terlalu bersemangat, karena hal ini bisa membuat Anda mengambil keputusan taruhan yang salah. Berhenti sejenak dan tenangkan pikiran jika sudah merasa emosi mulai tidak terkendali. Kemenangan akan lebih mudah diraih saat Anda bermain dengan kepala dingin dan fokus. 6. Manfaatkan Bonus dan Fitur Tambahan Trisula88 biasanya menyediakan berbagai bonus dan fitur tambahan yang bisa membantu pemain mendapatkan keuntungan lebih. Misalnya bonus deposit, cashback, atau fitur free spin. Jangan lewatkan kesempatan untuk memanfaatkan bonus ini. Dengan bonus tambahan, modal Anda bisa lebih besar dan peluang menang akan semakin terbuka. Pastikan Anda membaca syarat dan ketentuan bonus agar bisa menggunakannya secara maksimal. 7. Rajin Berlatih dan Mengasah Skill Trik agar gacor tanpa putus juga berkaitan dengan kemampuan Anda dalam mengasah skill bermain. Semakin sering Anda bermain dan memahami alur permainan, maka insting dan strategi Anda akan semakin matang. Manfaatkan mode latihan atau game gratis jika tersedia, supaya Anda bisa mencoba berbagai strategi tanpa harus mempertaruhkan modal asli. Latihan rutin akan membantu Anda mengenali pola dan mengambil keputusan yang tepat saat bermain dengan uang asli. 8. Gunakan Situs Resmi dan Terpercaya Memilih situs Trisula88 yang resmi dan terpercaya juga sangat penting agar permainan lancar dan gacor tanpa putus. Situs resmi biasanya memiliki sistem permainan yang fair dan tidak curang, sehingga peluang menang Anda akan lebih adil. Pastikan situs yang Anda pilih juga menyediakan layanan pelanggan yang responsif dan metode pembayaran yang mudah. Ini akan memudahkan Anda dalam melakukan deposit dan penarikan kemenangan. Kesimpulan Untuk membuat Trisula88 gacor tanpa putus bukan hal yang mustahil. Dengan pemahaman aturan, manajemen modal yang bijak, strategi taruhan tepat, memilih waktu bermain yang ideal, menjaga emosi, memanfaatkan bonus, berlatih rutin, dan memilih situs terpercaya, peluang Anda untuk menang secara konsisten akan semakin besar. Ingat, dalam dunia judi online, tidak ada jaminan 100% menang, tapi dengan trik dan strategi yang tepat, Anda bisa meminimalkan risiko dan meningkatkan peluang keberuntungan Anda. Selamat mencoba dan semoga gacor terus di Trisula88!