সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ণ
সিলেটে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রাথমিক সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন।

‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর (৪ আশ্বিন) সকালে সিলেট মহানগরীর সুবিদ বাজারে প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট-পিটিআইয়ের সামনে জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ মানববন্ধনের আয়োজন করেন।

এসময় বক্তব্য দেন, মানববন্ধনের সমন্বয়কারী সহকারী শিক্ষক হাম্মাদুর রহমান, ইমরান উদ্দিন চৌধুরী, রফিক আহমদ ও সুমা দেব পিংকি।

তারা বলেন, দক্ষিণ এশিয়ায় কেবল বাংলাদেশেই সহকারী প্রাথমিক শিক্ষকরা সর্বনিম্ন বেতন নিয়ে শিক্ষকতা করছেন।

বক্তারা উল্লেখ করেন, একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেখানে ১০ম গ্রেডে চাকরি করছেন সেখানে তাদেরকে এখনও ১৩ম গ্রেডে রেখে দেওয়া হয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষকরা তাদেরকে ১০ম গ্রেডে উন্নীত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের প্রতি দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন