সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষনা আরিফুল হক চৌধুরীর

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২৫, ০৯:০০ অপরাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষনা আরিফুল হক চৌধুরীর

বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নির্বাচনী কার্যক্রম শুরু

 

ডেস্ক নিউজ ::

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়নে টানা দু’বারের বিজয়ী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

 

শুক্রবার (১১ জুলাই) সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুম’আর নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এই বিভাগের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে চাই। তার জন্য আমরা সবাই সেক্রিফাইস করব। তিনি যদি মর্যাদর আসন সিলেট-১ থেকে নির্বাচন করেন, তবে সিলেটবাসী অত্যন্ত আনন্দিত হবেন এবং সিলেটের মানুষের প্রত্যাশা পূরণ হবে। তবে, কোন কারণে যদি তিনি প্রার্থী না হন, তবে এই এলাকার সন্তান হিসেবে আমি সিলেট-১ আসনের দাবিদার। এখানকার মুরব্বিদের অনুমতি নিয়ে আজকে থেকে আমি আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম”।

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আরও বলেন- এই মসজিদে (বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ) আসার ও নামাজ পড়ার কারণ হচ্ছে, সিলেটের বেশিরভাগ মুরুব্বি এখানে এসে নামাজ আদায় করেন। এছাড়া আমাদের মহান নেতা মরহুম এম সাইফুর রহমান মৃত্যুর আগের দিনও এই মসজিদে নামাজ আদায় করেছেন। সব মিলিয়ে আমি আজ এখান থেকেই আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি। এসময় তিনি সিলেটবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং মুসল্লিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন