
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ সাতসকালে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা। সিলিং ভেঙে প্রাণ গেল ৪ শ্রমিকের। ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবেই কারখানার সিলিং ভেঙে পড়েছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ। পুলিশ সূত্রে প্রকাশ, দীর্ঘদিনের পুরনো ওই গুদামের বারান্দায় প্রচুর মালপত্র জমা করে রাখা ছিল। অন্যান্য দিনের মত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) সকালেও ওই বারান্দার নিচে ৯ জন শ্রমিক বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় আচমকা বারান্দাটি ভেঙে পড়ে। মনে করা হচ্ছে, অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে বারান্দাটি। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী সহ হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। হাওড়া পুরসভা, দমকল দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তর উদ্ধার কাজ শুরু করেছে। হাওড়া (সদর) পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, আওয়াজ পেয়ে ৩ জন বাইরে বেরিয়ে গিয়েছিলেন। ৪ জন ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। পুলিশ সূত্রে প্রকাশ, মৃতরা হলেন, অমরনাথ কুমার (৪৩), মুকেশ রাম (৩২), ভোলা যাদব (৩৫), রাজু মাহাতো (৪১)।