
জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়পণ্যসহ চারটি কাভার্ডভ্যান ও তিনটি ট্রাক জব্দ করেছে বিজিবি-৪৮।
১০ ও ১১ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি এবং উৎমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।
এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় টাস্কফোর্সের অংশ হিসেবে সিলেট শহর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করে।
বিজিবির জানায়, এসব অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৯৩ লক্ষ ৬০ হাজার ছয়শত টাকা। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।
এবিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চোরাচালান দমন ও সীমান্ত নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Channel Jainta News 24 





















