সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

admin
প্রকাশিত জুলাই ৫, ২০২৫, ০৮:২৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

ডেস্ক নিউজ :: সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাজু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

শনিবার (৫ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার কুরুয়া বাজার এলাকায় ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-২২৭৫) এবং সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-১৮৬১) বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

 

নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের বাসিন্দা জাফর শেখের ছেলে। তিনি ইউনিক পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাস দুটি কুরুয়া এলাকায় আসা মাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করে। এরপর স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করেন।

 

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ‘রাজুর মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’

সংবাদটি শেয়ার করুন