সিলেট ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুই কলেজ ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা

admin
প্রকাশিত জুলাই ৫, ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুই কলেজ ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা ::সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সভা ও দুই নবগঠিত কলেজ ছাত্রদলের কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে

শুক্রবার (৪ জুলাই) রাত ৮ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস।

 

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সায়মন আহমদ, আব্দুল হামিদ, যুবদল নেতা জামিল আহমদ, নূর উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা সালেহ আহমদ, ছাত্রদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও নাদিম আহমদ।

 

সভায় সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, তৃণমূলকে সংগঠিত করেই বিএনপির রাজনীতিকে আরও গতিশীল করতে হবে। স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রত্যেক সদস্যকে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

 

অনুষ্ঠানে হযরত শাহজালাল (রহঃ) ডিগ্রী কলেজ ছাত্রদল এবং রমজান-রুপজান বাগেরখাল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। নবনির্বাচিত ছাত্রনেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদেরকে দায়িত্বশীল নেতৃত্ব ও আদর্শিক কর্মী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান নেতারা। আয়োজনটি ছিল প্রাণবন্ত, সাংগঠনিক ঐক্য ও উদ্দীপনায় পরিপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন